Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার
   

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়,

 রাজনগর উপজেলা,মৌলভীবাজার

সিটিজেন চার্টার

ক্রমিক নং

সেবার নাম

সেবা গ্রহিতার বিবরণ

 সেবা প্রাপ্তির পদ্ধতি

নিস্পত্তির সম্ভাব্য তারিখ

০১।

নামজারী ও জমা খারিজ

রাজনগর উপজেলার আত্ততাধীন ভূমির যে কোন মালিক।

(ক) আবেদনের সাথে দাখিল করতে হবেঃ 

(১) ক্রয়ক্ষেত্রেঃ ক্রয় ও প্রয়োজনীয় বায়া দলিল ।

(২) মৃত্যুর ক্ষেত্রেঃ ওয়ারিশান সনদ পত্র।

(৩) হেবা বা দানের ক্ষেত্রেঃ হেবা দলিলেল কপি।

(৪) সকল রেকর্ড/পর্চা/খতিয়ানের সার্টিফাইড কপি।

 

(খ) নামজারী ও জমা খারিজ বাবদ খরচঃ

(১) আবেদনে কোর্ট ফি ১২/- (বার) টাকা।

(২) নোটিশ জারী ফি ২/- (দুই) টাকা।

(৩) রেকর্ড সংশোধন ও পর্চা ফিস ২০০/- (দুইশত) টাকা।

(৪) প্রতি খতিয়ান ফিস ৪৩/- (তেতাল্লিশ) টাকা।

                মোট খরচঃ ২৫৭/- (দুইশত সাতান্ন) টাকা।

৪৫(পয়তাল্লিশ কার্য দিবস)

 

 

০২।

 

 

 

 

 

 

 

 

 

 

 

খাস জমি সংক্রামত

কৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার যোগ্যঃ-।

১) দুঃস্থ মুক্তিযোদ্বা পরিবার

২) নদী ভাঙ্গা পরিবার যার সকল জমি নদীতে ভেঙ্গে গিয়েছে। 

৩) সক্ষম পুত্রসহ বিধাব বা স্বামী পরিত্যক্তা পরিবার।

৪) কৃষি জমি নাই ও বাস্তবাটিহীন পরিবার ।

৫) অনধিক ০.১০ ত্রকর বসতবাটি আছে কিন্তু কৃষি জমি নাই এমন কৃষি নির্ভর পরিবার।

৬) অধিগ্রহনের ফলে ভূমিহীন হয়ে পড়েছে এমন পরিবার।

 

বন্দোবস্তের নিয়মাবলীঃ

(১) সরকার কর্তৃক নির্ধারিত ফরমে আবেদনপত্র সহকারী

     কমিশনার (ভূমি) বরাবর দাখিল করতে হবে।

(২) ভূমিহীন ব্যাক্তি ও তার স্ত্রীর ০৩ কপি পাসর্পোট

      সাইজের ছবি ও চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ভূমিহীনের

       সনদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

(২) প্রাপ্ত ভূমিহীনের আবেদন গুলো ইউনিয়ন ভিত্তিক

     বিভাজন করে ঢোল সহরতের মাধ্যমে যাচাই/বাছাই এর

      তারিখ ভূমিহীনকে অবহিত ক্রমে উপজেলা কৃষি খাস

      জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি কর্তৃক ইউপি

      চেয়ারম্যানের উপস্থিতিতে স্ব স্ব ইউনিয়ন পরিষদে

      যাচাই/বাছাই কার্যক্রম অনুষ্টিত হয়।

 (৩) উপজেলা কৃষি খাস জমি কমিটি কর্তৃক যাচাই/বাছাইয়ে পর সহকারী কমিশনার (ভূমি) অগ্রাধিকার তালিকা প্রস্ত্তুত ক্রমে সার্ভেয়ারের মাধ্যমে স্ক্যচম্যাপ সহ প্রতিবেদন সংগ্রহ ক্রমে নথি সৃজন করা হয় ।     

(৪) নথিটি অনুমোদনের জন্য কালেক্টর বরাবরে প্রেরণ করা হয়।

(৫) কালেক্টর কর্তৃক নথিটি অনুমোদনের পর সহকারী  কমিশনার (ভূমি) যথা নিয়মে কবুলিয়ত রেজিস্ট্রি দলিল  সম্পাদন ক্রমে বন্দোবস্ত গ্রহীতার অনুকুলে দলিল       হস্তান্তর করবেন।

(৬) কবুলিয়ত রেজিস্ট্রারি দলিলের ভিত্তিতে বন্দোবস্ত গ্রহীতার অনুকুলে নামজারী ও জমা খারিজ ক্রমে ভূমির মালিকানা পর্চা সরবরাহ করা হয় ।

(৭) অতঃপর বন্দোবস্ত গ্রহীতার অনুকুলে সার্ভেয়ার এর মাধ্যমে বন্দোবস্তকৃত ভূমির দখল সমজিয়ে দেয়া হয় ।

০৩(তিন) মাস

 

                     

 

 

 

০৩।

অর্পিত সম্পত্তি (ভিপি)

রাজনগর উপজেলার আত্ততাধীন বন্দোবস্তকৃত ভিপি সম্পত্তির  বন্দোবস্ত গ্রহীতা।

(১) ভিপি লীজমানি পরিশোধের জন্য সহকারী   কমিশনার (ভূমি) / উপজেলা নির্বাহী অফিসার বরাবরে  আবেদন করতে হয় ।

(২) প্রাপ্ত আবেদনের উপর স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা এর মাধ্যমে

     প্রতিবেদন সংগ্রহ পূর্বক লীজমানি পরিশোধের ব্যপারে  ভিপি নথি অনুমোদনের জন্য উপজেলা নির্বাহী অফিসার  বরাবরে প্রেরণ করা হয়।

(৩) উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নথিটি অনুমোদনের পর বন্দোবস্ত গ্রহীতার নিকট হতে লীজমানি পরিশোধের জন্য সহকারী কমিশনার (ভূমি) স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

(৪) বন্দোবস্ত গ্রহীতা কর্তৃক লীজমানি পরিশোধের পর লীজ নথিটি উপজেলা ভূমি অফিসে যথাযথ ভাবে সংরক্ষন করতে হবে। 

৩০(ত্রিশ) কার্য দিবস 

 

 

 

 

 

 

 

 

 

 

০৪

রাজস্ব বিষয়ক ও রাজস্ব বিষয় ব্যতীত অভিযোগ।

রাজনগর উপজেলার যে কোন ব্যাক্তি বা প্রতিষ্টান

(১) সংক্ষুব্দ যে কোন ব্যাক্তি বা প্রতিষ্টান জেলা প্রশাসক/ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)/উপজেলা নির্বাহী অফিসার /সহকারী কমিশনার (ভূমি) বরাবরে অভিযোগ দাখিল করতে পারেন।

(২) দাখিলকৃত অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।

 

২১(একুশ) কার্য দিবস

০৫

অবৈধ দখলকার উচ্ছেদ

যে কোন ব্যক্তি

সরকারী খাস জমিতে অবৈধ দখলকার থাকলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা যে কোন ব্যক্তির দরখাস্তের প্রেক্ষিতে তা সার্ভেয়ার কর্তৃক সীমানা নির্ধারন করে উচ্ছেদ মামলা রুজু করে জেলা প্রশাসক বরাবর প্রেরন করা হয় এবং জেলা প্রশাসক মহোদয় কর্তৃক অনুমোদনের প্রেক্ষিতে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।

২১(একুশ) কার্য দিবস

০৬

আমমোক্তারনামা

 

জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় হতে প্রাপ্ত আবেদন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা/ সার্ভেয়ার এর প্রতিবেদনের প্রেক্ষিতে রেকর্ডপত্র ও স্বত্বলিপি রেজিস্টার পর্যালোচনায় জেলা প্রশাসক বরাবর তা মতামত সহকারে প্রেরণ করা হয়।

২১(একুশ) কার্য দিবস

০৭

ইজানরাকৃত বালু মহাল/হাট বাজার/ জলমহালের দখল বুঝিয়ে দেয়া

ইজারাগ্রহিতা

ইজারাকৃত বালু মহাল, হাট বাজার, জলমহাল উর্ধতন কর্তৃপক্ষ কর্তৃক আদেশ প্রাপ্তির পর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সার্ভেয়ার কর্তৃক দখল বুঝিয়ে দেয়া হয়।

০৩(তিন)কার্য দিবস

 

 

 

বিঃ দ্রঃ (১) নামজারী ও জমা খরিজ (২) খাস জমি সংক্রামত (৩) অর্পিত সম্পত্তি (ভিপি) (৪) রাজস্ব বিষয়ক ও রাজস্ব বিষয় ব্যতীত অভিযোগ সংক্রামত বিষয়ে কারো কোন আপত্তি বা অভিযোগ থাকলে নিম্ন বর্ণিত কর্মকর্তাদের  সাথে যোগাযোগ করতে পারবেন।    

 

কর্মকতা

 ফোন নাম্বার

ফ্যাক্স নম্বার

জেলা প্রশাসক, মৌলভীবাজার

০৮৬২৫-৬৩২০২

 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মৌলভীবাজার

০৮৬২৫-৫২৪৩০

 

উপজেলা নির্বাহী অফিসার, রাজনগর।

০৮৬২৫-৭৫০০২

 

সহকারী কমিশানার (ভূমি), রাজনগর।

০৮৬২৫-৭৫৫২৬

০৮৬২৫-৭৫৫২৬